শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪১ পিএম, ৬ মে ২০১৯ সোমবার

২০১৯ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় সাধারণ ৮টি শিক্ষাবোর্ডের বিভাগ ভিত্তিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার ২.১৫ শতাংশ বেশি। 

এতে ছেলেদের পাশের হার এসেছে ৮১ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাশের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ।

এ আট শিক্ষাবোর্ডের মোট ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ পরীক্ষার্থী পাশ করেছে। যা গেল বারের তুলনায় ১ লাখ ১৩ হাজার ৩৫২ জন বেশি।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন। এর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ছাত্র এবং ১০ লাখ ৫৯ হাজার ছাত্রী পরীক্ষা দিয়েছে। যেখানে ৮ লাখ ৬৬ হাজার ছাত্র এবং ৮ লাখ ৮২ হাজার ছাত্রী পাশ করেছে। 

জিপিএ ৫ প্রপ্তিতেও ছেলেরা মেয়েদের তুলনায় পিছিয়ে আছে। ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী এবার জিপিএ ৫ পেয়েছে, অপরদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্র সংখ্যা ৫২ হাজার ১১০ জন।