সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

দুই বিদ্যালয়ের সবাই ফেল

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের দুটি বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষার্থী ছিল মাত্র ছয়জন। এদের কেউই পাস করতে পারেনি। ফেল করেছে দুই বিদ্যালয়ের সব শিক্ষার্থী।

সোমবার দুপুর সোয়া ১২টার পর বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হক প্রামাণিক।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, শূন্য পাসের বিদ্যালয়গুলো হলো- নাটোরের লালপুরের ব্রাহ্মণগ্রাম বিজয়পুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও জয়পুরহাটের পাঁচবিবির চানপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

বিজয়পুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চারজন এবং চানপাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে দুইজন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১১ সালে সর্বাধিক ৩৮টি বিদ্যালয় ছিল এই তালিকায়। এরপর প্রায় অর্ধেক করে পরের বছর ১৩টিতে নেমে আসে এমন বিদ্যালয়।

২০১৭, ২০১৪ ও ২০১৩ সালে শূন্য পাসের ঘরে ছিল পাঁচটি করে বিদ্যালয়। ২০১৬ সালে এমন বিদ্যালয় ছিল মাত্র একটি। এর আগে ২০১৫ সালে দুটি বিদ্যালয় থেকে পাস করেনি কোনো পরীক্ষার্থী।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আনারুল হম প্রামাণিক বলেন, এসব বিদ্যালয় শুধুমাত্র প্রাথমিকের অনুমোদন পেয়েছে। ধারাবাহিকভাবে তারা এমন ফলাফল করলে কারণ খুঁজে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে বোর্ড। এরপর মন্ত্রণালয়ই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।