সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

বরিশালে জেএসসিতে পাসের হার ৯৭ শতাংশ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৭.০৫ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯০৬ জন।

গত বছর পাসের হার ছিল হার ৯৬ দশমিক ৩২ ভাগ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ হাজার ৪৩১ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৫২৫টি।

পাসের হার গত বছরের তুলনায় কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে প্রায় অর্ধেক। এবারও পাসের হার ও জিপিএ-৫ এ ছাত্রীরা এগিয়ে রয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার পরিসংখ্যানগত ফল ঘোষণা করেন। স্কুল পর্যায়ে ফল ঘোষণা করা হয় দুপুর ২টার পর।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ড থেকে ৬ জেলায় ১ লাখ ১১ হাজার ৮৫৭ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৬৯ জন। এদের মধ্যে ৫৯ হাজার ৯০৩ জন মেয়ে এবং ৫১ হাজার ৫৬৬ জন ছেলে। পাসের হার ৯৭ দশমিক ৫ ভাগ।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমার কারণ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম বলেন, আমার ধারণা চতুর্থ বিষয় না থাকায় জিপিএ-৫ কমেছে।

শিক্ষা বোর্ডে সূত্রে জানা যায়, গত বছরের মতো এবারও বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার মধ্যে জেএসসি পরীক্ষায় ভোলা জেলা সবচেয়ে এগিয়ে। ভোলায় ২৮২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ হাজার ১৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৮৮৩ জন। পাসের হার ৯৮.৬৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৯৭০ জন।