শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পেক্ষাগৃহে আঘাত হানার আগেই ছিটকে গেল ‘বেপরোয়া’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৭ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

সিনেমার ধুমধাম ব্যবসায়ের দৃশ্য এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’, ‘দেবী’র মতো হুটহাট কিছু বজ্রপাত ছাড়া সিনেমার সাফল্য পাওয়া যায় কেবল উৎসবগুলোতেই। তার মধ্যে সবচেয়ে বেশি দর্শক হলে আসে দুই ঈদে। আর মাস খানেক পরেই ঈদ। ঈদ মানেই হল ভর্তি দর্শক। তাই এবারের ঈদেও বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠবে বাংলা সিনেমা। তাই দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ঈদের ছবির সমীকরণ। 

প্রতিবারের ন্যায় এবারের ঈদেও মুক্তি পাবে বেশ কিছু সিনেমা। ঈদে মুক্তি পাবে বলে রোববার পর্যন্ত আলোচনায় ছিল ‘বেপরোয়া’, ‘নোলক’, ‘শাহেনশাহ’ ও ‘পাসওয়ার্ড’। কিন্তু সোমবার জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা মোতাবেক ঈদে মুক্তি পাচ্ছে না ‘বেপরোয়া’। তবে শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পাবে সেটাও আপাতত বলা মুশকিল। 

কিন্তু, ঈদুল ফিতরে ‘বেপরোয়া’ মুক্তি পাবে না। এই তথ্যটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, জাজ মাল্টিমিডিয়া আলোচিত ‘নোলক’ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। সেকারণে ‘বেপরোয়া’ মুক্তি পিছিয়ে যাবে। এরপর দুই ঈদের মাঝখানের যে কোনো একটি সময়ে ছবিটি মুক্তি দেয়া হবে।

গত বছর ঈদুল আজহায় মাত্র একটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘বেপরোয়া’। এরপর বড় পরিসরে এবার মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল এই প্রযোজনা প্রতিষ্ঠানের। বেশ কয়েকবার এই ছবিটির মুক্তির ঘোষণা দিলেও প্রতিবারই সিদ্ধান্ত বদল করে নিচ্ছেন জাজ মাল্টিমিডিয়া।

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজা চন্দ পরিচালনা করেছেন ‘বেপরোয়া’ ছবিটি। এতে প্রথমবারের মতো জুটি  বেঁধেছেন ববি ও রোশান। এতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।