শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুবীর নন্দীর মৃত্যুতে মিডিয়া অঙ্গনে শোকের ছায়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৬ এএম, ৮ মে ২০১৯ বুধবার

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে হারিয়ে শোকে ছেয়ে গেছে গোটা দেশ। তার ভক্ত অনুরাগীদের আহাজারিতে সিক্ত সোশাল মিডিয়া। শুধু ভক্তরাই তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো মিডিয়া অঙ্গনে। 

সুবীর নন্দীর মৃত্যুর খবরে শোক জানিয়ে আরেক সুঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, বাংলাদেশ যা হারালো, তা পূরণ হবার নয়। এই মহান শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। স্রষ্টা বরেণ্য এই শিল্পীর আত্মাকে শান্তিতে রাখুন।

দেশের আরেক বরেণ্য শিল্পী তপন চৌধুরী লিখলেন, সুবীর দা চলে গেলো!

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান তার অফিশিয়াল ফেসবুকে লিখেন, দেশ বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। তার মৃত্যুতে সংগীতাঙ্গন হারালো আরেক নক্ষত্র। কিংবদন্তী এই গানের মানুষের আত্মার শান্তি কামনা করছি।

ফাহমিদা নবী লিখেছেন, সংগীত পাগল মানুষটি গান গান করেই কাঁদিয়ে চির বিদায় নিলেন! শুধু গান গাইলেই শিল্পী হয়ে মানুষের মনে জায়গা করা যায়না। বিনয়ী, ধৈর্যশীল, রুচিশীল এবং নিরঅহংকার হতে হয়, সুবীর কাকা তাই ছিলেন। একজন প্রকৃত শিল্পী। তাইতো আজ তার ভক্তরা কাঁদছেন! কাকা। আপনার গান বাঁচিয়ে রাখবে আপনাকে।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের। কী লিখবো সুবীরদা কে নিয়ে? অনেক আবেগ তাড়িত হচ্ছি বার বার। চোখটা ভিজে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে, বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাদার সাথে দেখা হলো। দাদার সাথে ছোট ছোট স্মৃতি। দেখা হলেই ‘কেমন আছো চঞ্চল?’ আর কখনো দেখা হবে না সুবীর দার সাথে। হবে না কোন কথা। আমাদের মাথার ওপর থেকে ছাদগুলো ক্রমশ সরে যাচ্ছে এভাবেই। ক্ষণজন্মা এই শিল্পী সুবীর নন্দীর অভাব পূরণ হবার নয়। আপনি বেঁচে থাকবেন আমাদের গানে,মনে,প্রাণে। শত সহস্র বছর….ভালো থাকবেন দাদা…..বিনম্র শ্রদ্ধা।

কিংবদন্তি শিল্পীর মৃত্যুতে শোকার্ত চিত্রনায়িকা পূর্ণিমা  লিখেন, কিংবদন্তি সুবীর নন্দী স্যার, আপনি শান্তিতে থাকুন।

নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী শোক প্রকাশ করে বলেন, সুবীর কাকা আপনি চলে গেলেন! আপনিও? আমার সিনেমার গানটা গাওয়া হলো না! একজন নক্ষত্রের পতন!

অভিনেত্রী শাহনাজ খুশী লিখেন, কতো যে তোমাকে বেসেছি ভাল,সে কথা তুমি যদি জানতে,এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেতো ,আমি যে তোমার তুমি মানতে…’। বাংলাদেশে সুরের ঐশ্বর্য্য নিয়ে আপনি ঘুমিয়ে গেলেন! কীর্তিমানের মৃত্যু নাই। আপনি সারাজীবন বেঁচে থাকবেন আপনারই স্বর্গীয় সুরের ধারায়! বিনম্র শ্রদ্ধা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান লিখেন, বাঙালির প্রাণের গায়ক, প্রাণের মানুষ সুবীর নন্দী আর কোন দিন গাইবেনা কোনো গান। সিঙ্গাপুর থেকেই চলে গেছেন না ফেরার দেশে। যেখানেই থাকুক, শান্তিতে থাকুক।

বর্তমান সময়ের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল লিখেন, সুবীর নন্দী স্যার আর নেই…! 

সুবীর নন্দী মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সরাসরি গ্রীন রোডের বাসায় নিয়ে  যাওয়া হবে। সম্মলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল ১১টায় সব শ্রেণির মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুবীর নন্দীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। 

শহীদ মিনার থেকে বেলা সাড়ে ১২টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে রামকৃষ্ণ মিশনে। সেখানে সৎকার পূর্ব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেষে রাজধানীর সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির শ্মশানে দুপুরে সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।