শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমার তো আজ কাঁদবারই দিন : শাওন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৮ মে ২০১৯ বুধবার

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন শোবিজের অেনেকেই। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন গুণী অভিনত্রী, নির্মাতা ও সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। 

তিনি লিখেছেন, ‘মা তুমি কান্দিয় না। বাবু চলে গেছে মা, ঠাকুর বাবুকে তার কাছে নিয়া গেছে। বালা দিনে নিয়া গেছে রমজানের পয়লা দিনে, কান্দিয় না মা...’। সিলেটের আঞ্চলিক ভাষায় সুবীর নন্দীর কন্যা ফাল্গুনী নন্দী সান্ত্বনা দিচ্ছিলেন তার মা’কে... আহারে..। সিঙ্গাপুর প্রবাসী ভাই Shahid Hossain এর মাধ্যমে জানলাম কথাগুলো...

মৃত্যুতে ইদানীং আমার আর চোখ বেয়ে পানি পড়ে না! চোখের কোনে একটু ভিজে ওঠে শুধু! গুণী মানুষগুলোর একে একে চলে যাওয়ায় অভ্যস্ত হয়ে পড়ছি হয়তো আমি! কিন্তু চোখের জল আজ মানছেই না! মানতে হবে কেন সবসময়! রমজানের প্রথম দিনে অচিন দেশে পাড়ি জমালেন প্রিয় সুবীর নন্দী। ৭ বছর আগে রমজানের প্রথম দিনেই চন্দ্রকারিগরের সেই দেশে পাড়ি জমিয়েছিলেন হুমায়ূন আহমেদ! আমার তো আজ কাঁদবারই দিন