শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্রের শুটিং নভেম্বরে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাটির শুটিং এ বছরের নভেম্বরে শুরু হতে যাচ্ছে।

সোমবার ‘মুজিব বর্ষ ২০২০-২১’ শেষ হওয়ার আগেই এ সিনেমার মুক্তির বিষয়ে বাংলাদেশ-ভারত কর্মকর্তা পর্যায়ের এক সভায় এ মতৈক্য হয়।

ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জানান, চলচ্চিত্রের পান্ডুলিপি লেখক অতুল তিওয়ারী এ প্রকল্পের পটভূমি গবেষণার কাজে আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তাকে সহায়তা করবেন বাংলাদেশি চলচ্চিত্র ব্যক্তিত্ব পিপলু খান।

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও সংগ্রামের ওপর ভিত্তি করে ১৮০ মিনিটের সিনেমাটির পরিচালক নির্বাচিত করা হয়েছে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালকে। আর অতুল তিওয়ারী নির্বাচিত হয়েছেন পান্ডুলিপি লেখক।

শ্যাম বেনেগাল বলেন, চলচ্চিত্রটির জন্য বেশিভাগ অভিনেতা-অভিনেত্রী নেয়া হবে বাংলাদেশ থেকে। শিগগিরই অভিনেতা-অভিনেত্রী খোঁজার কাজটি শুরু করে দেব। অবশ্য বঙ্গবন্ধুর মতো মহান নেতার চরিত্রে যিনি অভিনয় করবেন তাকে পছন্দ করা হবে একটি কঠিন কাজ।

তিনি আরো বলেন, পান্ডুলিপির আনুসঙ্গিক বিষয় ও পাত্র-পাত্রী নির্বাচনের মতো কাজ হয়ে গেলে শুটিংয়ের জন্য সর্বোচ্চ ৮০ দিন লাগবে। এছাড়া শুটিং পরবর্তী কাজ হবে মুম্বাইয়ে।

ইংরেজি সাব-টাইটেলসহ চলচ্চিত্রটি নির্মিত হবে বাংলা ভাষায়। পরে অন্যান্য ভাষায় এটি তৈরি করা হবে।

২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মাণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভীর নেতৃত্বে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন- ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, তথ্য সচিব আব্দুল মালেক এবং ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন তথ্য ও সম্প্রচার সচিব অমিত খারে।