শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুগন্ধা প্লাসসহ ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪০ পিএম, ৮ মে ২০১৯ বুধবার

পবিত্র মাহে রমজানে স্বাস্থ্যসম্মত খাবার প্রাপ্তি নিশ্চিতকল্পে নগরীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিনটি খাবার হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কঠোর হুশিয়ারী করে দিয়েছেন।  মঙ্গলবার (৭মে) বিকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক এ ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন।  


নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক জানান, পবিত্র রমজানে স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ গুণগত মান বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ হতে মনিটরিং কল্পে নগরীর খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালিত হয়। এসময় খাবারে মূল্য তালিকা না থাকায় ও ইফতার গুলো ঢেকে না রাখায় তিনটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও জানান, এ তিনটি প্রতিষ্ঠান সমূহকে খাদ্যের গুণগত মান বজায় রাখতে ইফতারিতে কোন প্রকার ক্ষতিকারক রং ব্যবহার না করা, ইফতার সামগ্রী ঢেকে রাখা ও খাদ্যে ভেজাল না করার পরামর্শ দেন।