শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিলেন রূপে নায়করা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৯ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

সিনেমার নায়কদের মাঝে মাঝে পর্দায় ভিলেনরূপে দেখতে বেশ ভালোই লাগে। বিশেষ করে বলিউডের ধুম সিনেমা হয়ত আপনারা সবাই দেখেছেন। এর প্রত্যেক সিরিজে নায়কই ভিলেন। যার কারণে এই সিরিজের প্রত্যেকটি পার্ট দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখেছে।

এছাড়া বলিউডে আরো অনেক সিনেমা আছে, যেখানে আমরা ভিলেনরূপে দেখেছি জনপ্রিয় নায়কদের। আজ এই ধরনের কিছু সিনেমার গল্প পাঠকদের সামনে উপস্থাপন করব। চলুন দেখে নেয়া যাক এই তালিকায় কোন কোন সিনেমা আছে, আর কে কে অভিনয় করেছেন তাতে-

‘ধুম থ্রি’- (আমির খান)

‘ধুম’ সিনেমার প্রত্যেকটি পার্টে ভিলেন ছিলেন বলিউডের জনপ্রিয় নায়করা। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয় ‘ধুম থ্রি’। যেখানে ভিলেনরূপে হাজির হয়েছিলেন আমির খান। এই ছবিতে মিস্টার পারফেকশনিস্ট অভিনয় করেছিলেন দুই জমজ ভাইয়ের চরিত্রে। সিনেমাটির বিরুদ্ধে দর্শকরা হলিউডের নকল বলে অভিযোগ করলেও পরবর্তীতে অভিনয়গুণে সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায়। এমনকি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ছবিটি।

‘ধুম’ (জন আব্রাহাম)

‘ধুম থ্রি’র মতো ‘ধুম’ সিনেমাটিও বেশ আলোচিত হয়। এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। বলাই বাহুল্য তার প্রথম কিস্তির পারফরম্যান্স আজো কেউ ছাড়িয়ে যেতে পারেনি। এমনকি এই কিস্তিতে জনের তুমুল অভিনয় দেখে বাকি কিস্তিগুলোর অপেক্ষায় ছিলেন দর্শকরা। 

‘পদ্মাবত’ (রণবীর সিং)

‘পদ্মাবত’। বহুল আলোচিত এই সিনেমায় ভিলেনরূপে হাজির হয়েছিলেন রণবীর সিং। এতে আলাউদ্দিন খিলজীর চরিত্র যে তিনি সবচেয়ে ভালোই করতে পারেন, সে প্রমাণ দিয়েছেন রণবীর সিং। যদিও বা এই সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা, তারপরেও রণবীর ছাড়া যে সিনেমাটি অচল, তা দর্শক বুঝেছে হারে হারে। 

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’ (ইমরান হাশমি)

‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’। এই সিনেমাটিতে ভিলেনরূপে হাজির হয়েছিলেন ইমরান হাশমি। এতে তার চরিত্রের নাম শোয়েব। মূলত এই ছবিতে ইমরান অন্ধকার জগতের মুকুটহীন সম্রাট দাউদ ইব্রাহিমের প্রথম দিকের চরিত্রে কাজ করেছেন। আর চরিত্রটির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আন্ডারওয়াল্ডের গড ফাদাররা বাস্তবে কেমন হয়।  

‘ইত্তেফাক’ (সিদ্ধার্থ মালহোত্রা)

‘ইত্তেফাক’। এই সিনেমাতে বেশ জাঁকজমক গেটআপে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তবে তিনি কী নায়ক ছিলেন না খলনায়ক? তা এখনো বুঝেনি দর্শক। অবশ্য এটা সিদ্ধার্থের সেরা কাজগুলোর মধ্যে একটি ছিল। 

‘ডন’ ও ‘ডন ২’ (শাহরুখ খান)

‘ডন’ ও ‘ডন ২’। এই দুটি কিস্তিতে ভিলেনরূপে হাজির হয়েছিলেন বলিউড কিং খান শাহরুখ খান। তবে তিনি নায়ক হিসেবে যতটা জনপ্রিয়, ভিলেন হিসেবে যে কোনো অংশে কম নয় তা ছবিতে প্রমাণ দিয়েই ছেড়েছেন। যদিও শাহরুখ এর আগে ‘ডর’, ‘আনজাম’ কিংবা ‘বাজিগর’র মত সিনেমায় খল চরিত্রে কাজ করেছেন। তবে সর্বশেষ শাহরুখ খানকে ‘ফ্যান’ সিনেমায় ভিলেনরূপে দেখা গেছে।

‘অগ্নিপথ’ (সঞ্জয় দত্ত)

‘অগ্নিপথ’। এই সিনেমার ভিলেনরূপে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। তিনি যে কত বড় মাপের অভিনেতা, তা বুঝা যাবে অগ্নিপথ সিনেমাটি দেখলে। কারণ, বড় মাপের অভিনেতা না হলে একজন নায়ক কখনোই ভিলেনরূপে হাজির হয়ে এত ভালো অভিনয় করতে পারে না। সিনেমায় তিনি আক্ষরিক অর্থে ছাড়িয়ে গেছেন সবাইকে। এছাড়া ‘বাস্তব’ সিনেমার কথা না বললেই নয়। আন্ডারওয়ার্ল্ডের চরিত্রে তিনি বেশ দারুণভাবে মানিয়ে গেছেন।

‘ধুম ২’ (হৃতিক রোশন)

‘ধুম ২’। ধুমের এই কিস্তিতে ভিলেন ছিলেন হৃতিক রোশন। তবে এই ছবি বেশি আলোচিত হয়েছিল, ভিলেনের সঙ্গে নায়িকার রসায়নের কারণে। ছবির শেষ মুহূর্তে গিয়ে নায়িকাকে চুমু খেয়েছিলেন ভিলেন। তাছাড়াও হৃতিকের ভিলেনি পার্ট ছিল ছবিতে অসাধারণ।   

‘খাকি’ (অজয় দেবগন)

বলিউড ছবি ‘খাকি’তে অজয় দেবগন খল চরিত্রে অভিনয় করে বেশ দর্শক প্রিয়তা পেয়েছিলেন। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার কিংবা ঐশ্বরিয়া রায় থাকার পরও অজয়ের দিকেই দৃষ্টি ছিল সবার। নেতিবাচক চরিত্র হওয়ার পরও অজয়ের সঙ্গে ঐশ্বরিয়ার রসায়ন ছিল দেখার মতো।

‘রা-ওয়ান’ (অর্জুন রামপাল)

রা-ওয়ান। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন অর্জুন রামপাল। শাহরুখের সঙ্গে ভিলেনরূপে তাকেই যে সবচেয়ে ভালো মানায় তা ছবিটিতে বুঝিয়েছেন অর্জুন। এছাড়াও তিনি একই নায়কের সঙ্গে ‘ওম শান্তি ওম’-এ ভিলেন হিসেবে অভিনয় করেছেন।