শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশের বাইরে সিক্যুয়েলে আসছে শুভর সিনেমা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১০ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

ঢালিউডের জনপ্রিয় নায়ক আরেফিন শুভর কলকাতায় অভিষেক হয় ‘আহা রে’ ছবির মাধ্যমে। ছবিটি সেখানে দর্শকনন্দিত হয়েছে। যার ফলে একটানা ৭৫ দিনেরও বেশি প্রেক্ষাগৃহে চলেছে সিনেমাটি। এবার ‘আহা রে টু’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক রঞ্জন ঘোষ। শুভ ছাড়াও 'আহা রে' ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও পরান বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ছবিতেও থাকবেন তারা।

এই সাফল্যে স্বভাবতই উৎসাহ পেয়ে গিয়েছেন রঞ্জন এবং ছবির প্রধান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ঘটনাচক্রে যিনি ‘আহা রে’র প্রযোজনাও করেছেন। তাই দু’জনে পরিকল্পনা করছেন ‘আহা রে টু’ নিয়ে আসার। সিকুয়েলের জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ এসেছে বলেও জানালন পরিচালক। 

রঞ্জন বললেন, প্রথম ছবি শেষ হয়েছিল একটা ম্যাজিক দিয়ে। যে ম্যাজিক রাজা এবং বসুন্ধরার চরিত্রকে মিলিয়ে দেয়। দ্বিতীয় ছবি শুরু হবে সেই জায়গা থেকে। এখন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েনস (এনআরসি) নিয়ে যে আবহ তৈরি হয়েছে, তাতে রাজার চরিত্রটি আদৌ কলকাতায় থাকতে পারবে কি না, বা হিন্দু পরিবারে এক জন মুসলিম তরুণের থাকা নিয়ে পাড়ার লোকেদের চিন্তাভাবনা- এই জায়গাটা ধরার চেষ্টা করব গল্পে।

 প্রাথমিক প্ল্যানিং হয়ে গেলেও দ্বিতীয় ছবির নাম কী হবে, তা এখনো চূড়ান্ত নয়।  আর প্রযোজনা প্রতিষ্ঠান চাচ্ছে শিগগিরই বাংলাদেশে ছবিটি দিতে।