শনিবার   ১৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে মিলনের পরিচালনায় ধারাবাহিক ‘আব্বা উকিল ডাকবো?’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১০ মে ২০১৯ শুক্রবার

অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যে নাটক পরিচালনা করেন অনিসুর রহমান মিলন। এবার ঈদ উপলক্ষে সাত পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। ‘আব্বা উকিল ডাকবো?’ নামের নাটকটির এরই মধ্যে শুটিং শেষ হয়েছে।

এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন  বলেন, ‘অভিনয় নিয়ে এতো ব্যস্ত থাকতে হয় যার কারণে পরিচালনার সুযোগ খুব কম হয়। তবে ‘আব্বা উকিল ডাকবো?’র গল্পটা এতো মজার যে কাজ না করে পারলাম না। এটা হাসির নাটক, কিন্তু এতে কোনো ভাঁড়ামি করা হয়নি। প্রতিটি সিকোয়েন্স থেকে শুরু করে ডায়লগ দর্শকের কাছে স্বাভাবিকই মনে হবে।’   

নাটকটি লিখেছেন বিপ্লব হায়দার। পরিচালনার পাশাপাশি এতে মিলন অভিনয়ও করেছেন। আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আমিরুল হক, ফারুক আহমেদ, আ খ ম হাসান, নাজিরা আহমেদ মৌ, শবনম পারভিন প্রমুখ।

ঈদের দিন থেকে টানা সাতদিন এশিয়ান টিভির পর্দায় ‘আব্বা উকিল ডাকবো?’ প্রচার হবে।