প্রকৌশলীকে লাঞ্ছনার সুষ্ঠু বিচার হবে: আইনমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৬ এএম, ১১ মে ২০১৯ শনিবার
ঢাকার আশুলিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক জেনারেল ম্যানেজার পদে কর্মরত প্রকৌশলীকে লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ওই প্রকৌশলী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের একজন সদস্য। এর চেয়ে তার বড় পরিচয় হলো তিনি বাংলাদেশের নাগরিক। তাই আগামীতে এ রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে রকম বিচার করা হবে।
বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা ক্যাডার করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমি বিষয়টি এইমাত্র জেনেছি, তাই এ ব্যাপারে বুঝতে হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সমস্যা বোঝেন এবং যাকে যে পরিমাণ সম্মান ও মর্যাদা দিতে হয় তিনি তা দিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় আমার বিশ্বাস আপনাদের দাবির যৌক্তিকতা থাকলে কাঙ্খিত লক্ষ্যে নিশ্চয়ই পৌঁছাবেন।
বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম, মাইক্রোফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।