‘মাশরাফী ভাইরাল হওয়ার জন্য কিছু করেননি’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১২ এএম, ১১ মে ২০১৯ শনিবার
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, মাশরাফী বিন মোর্ত্তজা ভাইরাল হওয়ার জন্য কিছুই করেননি। তিনি মানুষের প্রয়োজনেই ওই চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো বলেন, নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে যেসব চিকিৎসক ফেসবুকে স্ট্যাটাস ও অশোভন ভিডিও আপলোড করেছেন, তাদের প্রতি প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। এরইমধ্যে মন্ত্রণালয় থেকে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী প্রমুখ।