সব ধর্মাবলম্বীরা অধিকার ভোগ করবে: গণপূর্তমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৪ এএম, ১১ মে ২০১৯ শনিবার
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ বলে বিশ্বাস করেন। এ দেশ কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সব ধর্মাবলম্বীরা সমান অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা।
শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, জঙ্গিদের বিরুদ্ধে সব ধর্ম ও বর্ণের মানুষকে সোচ্চার হতে হবে। তাহলেই আমাদের ত্রিশ লাখ শহীদের রক্ত স্বার্থক হবে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম স্বার্থক হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা সফল হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারের আমলে ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠায় স্বর্ণালি অধ্যায়ের সৃষ্টি হয়েছে। আজকে দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খিস্টান সবার জন্য রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, মাঝে মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি মসজিদে, মন্দিরে, গির্জায় আঘাত হানে। ওদের কোনো ধর্ম নেই, ওরা সন্ত্রাসী, ওরা অসুর। ওদের বিরুদ্ধে আমাদের সবাইকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক সরকার কাজ করছে জানিয়ে তার পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।