শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কলেজে ভর্তির লড়াই

দুশ্চিন্তায় মফস্বলের শিক্ষার্থীরা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৫ এএম, ১১ মে ২০১৯ শনিবার

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভালো ফল করে মাধ্যমিকের গণ্ডি যারা পার হয়েছেন, তাদের যেন এখন এক মুহূর্তও অবসর নেই। এমনকি অবসরে নেই তাদের অভিভাবকরাও। কারণ ফল প্রকাশের পরেই শুরু হয়েছে ভালো কলেজে ভর্তির লড়াই। এ লড়াইয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন মফস্বলের শিক্ষার্থীরা। 

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল থেকে এ প্লাস পাওয়া সুলতানা জামান আপাতত নিশ্চিন্ত আছেন। কারণ কলেজ হিসেবেও ভিকারুননিসাকেই পাবেন তিনি। এদিকে নরসিংদী বালক উচ্চ বিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থী অনিক আহসানের ইচ্ছা তিনি নটরডেম কলেজে পড়বেন। তবে নটরডেমের ভর্তি প্রক্রিয়াটি তিনি এখনো জানেন না। 

অনিক বলেন, নটরডেমে পড়ার স্বপ্ন দেখি আমি। ফলাফলও ভালো করেছি। কীভাবে ভর্তি হব, সেটি জানি না। ঢাকার বাইরে থেকে পাস করা শিক্ষার্থীরা এই কলেজে পড়তে পারবে কিনা সে বিষয়েও আমার ভালো জানা নেই!

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলেন, নটরডেমে ভর্তি হওয়াটা খুব কঠিন কিছু নয়। আমরা ভর্তির জন্য যে যোগ্যতা চেয়েছি; সেটি হলে যে কেউ এখানে পড়তে পারবে। আর নটরডেমেই পড়তে হবে এমন কোনো কথা নেই। আমি বলব, এমন কলেজে পড়ো যেখানে তুমি তোমার সবটা মেধা কাজে লাগিয়ে ভালো ফল করতে পারবে।

১২ মে আবেদন শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া। ৩০ জুনের মধ্যে ভর্তি শেষ করে আগামী ১ জুলাই সারাদেশে একযোগে শুরু হবে ক্লাস। এবারের পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে অনলাইনে।

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থী ও অভিভাবকরা যেন হয়রানির শিকার হতে না হয় সেজন্য ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।

সারাদেশে সবগুলো শিক্ষা বোর্ডের অধীনস্থ কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডকে। সেই সঙ্গে ঢাকাসহ জেলাভিত্তিক কলেজগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করে দেয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ৬০০ অধিক ছাত্র ভর্তি ও ৭০ শতাংশ ফলাফলকে মানদণ্ড ধরে আমরা কলেজগুলোতে তিনটি শ্রেণিতে ভাগ করেছি। অনিয়ম বন্ধ করার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। তবে ঢাকা বাদে দেশের অন্যান্য জেলায় শ্রেণিকৃত এসব কলেজের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেদ্দার উদ্দেশে দেশ ছাড়ার আগে ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা শিক্ষার্থীদেরকে পড়ার জন্য একটি ভালো পরিবেশ দিতে চাই। এজন্য এবারের ভর্তি প্রক্রিয়াটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভালোভাবে নজরদারি করা হবে। কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতায় কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে ব্যাপারে আমি নিজে খেয়াল রাখব। 

এদিকে ছাত্র ভর্তি করার জন্য ঢাকার স্বনামধন্য বেশ কয়েকটি কলেজ এরই মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেন্ট জোসেফ, নটরডেম, উদয়ন কলেজের অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে যোগাযোগ শুরু করে দিয়েছে অভিভাবকরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা আনোয়ার আহমেদের কন্যা লায়লা আহমেদও এবার মাধ্যমিক পাস করেছেন। আনোয়ার বলেন, কন্যাকে কোথায় ভর্তি করাবো সেটি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কলেজ শ্রেণিকরণের কারণে সে দুশ্চিন্তা অনেক কমেছে। এখন অন্তত মানের দিক থেকে কোন কলেজগুলো এগিয়ে আছে সেটি জানা গেল।

কলেজ ও মাদ্রাসা মিলিয়ে সারাদেশে সাত হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩০ লাখ আসন রয়েছে। অপরদিকে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৭ লাখ।