আড়াই ঘণ্টা ধরে একটি বিশেষ কাজ করতেন সালমান!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৫ এএম, ১১ মে ২০১৯ শনিবার
চুল আর দাড়ি যতটা সাদা, তার থেকে অনেক বেশি রঙিন আমার জীবন, ‘ভারত’-এর পোস্টার লঞ্চের পর সোশ্যাল মিডিয়ায় এ কথা লিখেছিলেন সালমান খান। কীভাবে ছবির জন্য নিজেকে অতটা বদলে ফেলেছিলেন, তা নিয়ে প্রশ্ন ছিল অনুরাগীদের মধ্যে। এবার সেই রহস্যের সমাধান হল।
‘ভারত’-এ এক যুবকের ৭০ বছর বয়স পর্যন্ত জার্নি দেখানো হয়েছে। ফলে সালমানের ওপর বিভিন্ন বয়স ফুটিয়ে তোলার জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ভারত’-এর পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, প্রতিদিন আড়াই ঘণ্টা ধরে মেকআপ করতে হত সালমানকে।
আলির কথায়, ইউকে-র একটি কোম্পানি এই ছবিতে সালমানের প্রস্থেটিক মেকআপের ডিজাইন করেছিল। এই লুকটা আনার জন্য সালমান স্যারকে প্রায় ২০টা মুখোশ আলাদা আলাদাভাবে ট্রাই করতে হয়েছিল। খুব কঠিন একটা পদ্ধতি। কিন্তু তিনি ধৈর্য্য ধরে করেছিলেন সবটা।
একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস। এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেছেন, একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।
এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান-ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়ঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। অনেকেই ভেবেছিলেন, এই ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করবেন প্রিয়াঙ্কা। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান পিগি চপস। সে নিয়ে দুই তারকার মধ্যে মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায় বলেই মনে করেন বলি মহলের একটা বড় অংশ। এ ছাড়াও দিশা পটানি এবং টাবুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।