শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অ্যাডভোকেটশিপ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৭৭৩২ জন

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

দেশের আইনজীবীদের সনদ নিয়ন্ত্রণক ও সনদ প্রদানকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ মৌখিক পরীক্ষায় ৭ হাজার ৭৩২ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। রবিবার সন্ধ্যায় এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
আইনি জটিলতা ও কাগজপত্রে সমস্যা থাকার কারণে ২০ জনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির নির্দেশক্রমে সংস্থাটির সচিব ও জেলা জজ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই ফলাফল প্রকাশ করা হয়। নোটিশে বলা হয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ বাংলাদেশের যে কোনো আদালত, ট্রাইব্যুনাল, রাজস্ব বিভাগে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। আগামী ৬ মাসের মধ্যে তাদের সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সদস্য হতে হবে।

স্থগিত থাকা ২০ পরিক্ষার্থীর মধ্যে ৮ জনের কাগজপত্র সংক্রান্ত সমস্যা রয়েছে। এসব পরিক্ষার্থীকে আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের ফলাফল বাতিল হবে। আর ইবাইস ইউনিভার্সিটির বিষয়ে একটি রিট আবেদন হাইকোর্ট বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকা বাকি ১২ পরিক্ষার্থীর ফল স্থগিত রয়েছে। রিট নিষ্পত্তি হওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, গত ১ থেকে ২৫ নভেম্বর বার কাউন্সিলের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৪ অক্টোবর বার কাউন্সিলের লিখিত ও ২১ জুলাই প্রিলিমনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৩৪ হাজার পরিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিলেও চূড়ান্তভাবে এই ৭ হাজার ৭৩২ জন অ্যাডভোকেট হিসেবে সনদ পাচ্ছেন।