বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৭ জ্বিলকদ ১৪৪৬

তারুণ্যের ছোঁয়ায় নর্থ সাউথে ‘পুনরুত্থান’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

‘পুনরুত্থান’এই শ্লোগানকে সামনে রেখে ক্লাব ফেয়ারের আয়োজন করেছে বাংলাদেশের প্রথম এবং অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ২৩টি ক্লাবের সমন্বয়ে অনুষ্ঠিত এই ফেয়ার শুরু হয় প্লাজা এরিয়া প্রাঙ্গনে। অনুষ্ষ্ঠানের উদ্ভোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সভাপতি এম এ হাশেম ।

তিনি বলেন, কজন শিক্ষানুরাগী ব্যক্তিকে নিয়ে ১৯৯২ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। শুধু তাই নয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সর্বপ্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়। এখান থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা দেশ বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ‍উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্লাবে অংশগ্রহন করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথের উপাচার্য প্রফেসর ড. আতিক ইসলাম । আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথের উপ-উপাচার্য ড. জি ইউ আহসান, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন প্রমুখ।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতি বছর সবগুলো ক্লাব নিয়ে এই ‘ক্লাব ফেয়ার’ এর আয়োজন করে। প্রতিবারের ন্যায় এবারও হাজারো শিক্ষার্থীর পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল নর্থ সাউথের প্রাঙ্গন। দিনব্যাপী চলা এ উৎসবে বিভিন্ন রকম খেলাধুলা, আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন ছিল। সবশেষ পরিবেশনা ছিল ব্যান্ড সঙ্গীত।