শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নুসরাত হত্যার ঘটনায় শাস্তির আওতায় আসছেন ফেনীর এসপি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৭ এএম, ১২ মে ২০১৯ রোববার

সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড তদন্তে পুলিশ হেডকোয়ার্টার্সের গঠিত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী ফেনীর পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শনিবার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

এআইজি সোহেল রানা বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফেনীর পুলিশ সুপারের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ফেনীর এসপি-কে একটি ইউনিটে সংযুক্ত করা হবে। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন।

তিনি জানান, তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে অভিযুক্ত এসআই (নিরস্ত্র) মো. ইউসুফকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় ও এসআই (নিরস্ত্র) মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সোহেল রানা আরো বলেন, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাময়িক বরখাস্ত করে অন্য কোনো ইউনিটে সংযুক্ত করা, এটি কোনো বদলি নয়। এটি শাস্তি প্রক্রিয়ার অংশ। সংযুক্তিকালে তাদেরকে কোনো দায়িত্ব দেয়া হয় না।