শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরাসরি ঢাকা-দিল্লি ফ্লাইট শুরু সোমবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২২ এএম, ১২ মে ২০১৯ রোববার

ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আসছে সোমবার  থেকে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে ১৫ শতাংশ ছাড়ও দিয়েছে বিমান।

ফিরতি টিকিট এক মাস মেয়াদে ট্যাক্স ছাড়া সর্বনিম্ন ৩০০ ডলার এবং এক বছর মেয়াদে টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া ৩২০ ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মাহবুব আলী ওই দিন বেলা দেড়টায় ফ্লাইটের উদ্বোধন করবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র শাকিল মেরাজ বিষয়টি  জানান। তিনি বলেন, সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনার সিডিউল ঘোষণা করেছে।

এর আগে লোকসান অজুহাতে ২০১৪ সালের ২৩ আগস্ট থেকে এই রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান। এরপর আর নতুন কোনো রুটে ডানা মেলতে পারেনি রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির বিমান।

সূত্রে জানাগেছে, ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালাবে। ১২টি বিজনেস ও ১৫০টি ইকোনমি ক্লাস আসন রয়েছে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে। 

শনি, সোম ও বৃহস্পতিবার বিকেল ৩টায় ফ্লাইট ছেড়ে যাবে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে পৌঁছাবে ওই ফ্লাইট। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিমানের ফ্লাইট। রাত ৯টা ২০ মিনিটে এটি ঢাকায় অবতরণ করবে।