যানজট নিরসনে নানা পদক্ষেপ ওসি আসলামের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১২ মে ২০১৯ রোববার
ফতুল্লার পঞ্চবটিতে যানজট নিত্য দিনের ঘটনা। এই যানজটে নাকাল ফতুল্লাবাসী। যানজট নিরসনে কমিউিনিটি পুলিশ সদ্যস থাকলেও তারা অনেকটা অলস সময় পার করে।
আর এই সুযোগে পঞ্চবটি বাসস্ট্যান্ডে যানজট রুপ নেয় মহাযানজটে। শনিবার সকালে পঞ্চবটি বাসস্ট্যান্ডে যানজট নিরসনের জন্য অবস্থান নেয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন। এসময় যানজট নিরসনের কাজে নিয়োজিত কমিউনিটি পুলিশের সদস্যদের সাথেও তিনি কথা বলেন।
পবিত্র রমজান মাসে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে অনেক আগে থেকেই প্রশাসন উদ্যোগ নেয়। এবারও সেই উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পুলিশ সুপার। কিন্তু পঞ্চবটিতে যানজট একটুর জন্যও কমেনি।
যত্রতত্র গাড়ি পার্কিং,পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজীই এই স্ট্যান্ডটিতে যানজটের মূল কারণ। রমজান মাসে এই রুটে রোজাদারদের ভোগান্তি কমার পরিবর্তে বেড়ে যায়। শনিবার সকালেও ফতুল্লা ও পঞ্চবটিতে যানজটের সৃষ্টি হয়।
এসময় জেলা পুলিশ সুপারের নির্দেশে বাসস্ট্যান্ডে যানজট নিরসনের জন্য অবস্থান করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন। এ সময় তিনি বলেন, যানজট নিরসনে দায়িত্বরত কমিউনিটি পুলিশ,সার্জেন্ট ও স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে,সাধারণ মানুষের দূর্ভোগ নিরোসনে কাজ করতে হবে।
রাস্তার দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট অটোরিক্সা ষ্ট্যান্ড,সিএনজি ও বেবী ষ্ট্যান্ডগুলো সরিয়ে ফেলার জন্যও তিনি নির্দেশ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো.হাসানুজ্জামান,এনায়েতনগর ইউপি মেম্বার সালাউদ্দিন আহম্মেদ,ফতুল্লা থানা কৃষকলীগের সভাপতি আবু হানিফ,সাবেক যুবলীগ নেতা স ম আব্দুল জলিল,পঞ্চবটি কমিউনিটি পুলিশের সুপারভাইজার লিটন প্রমুখ।