বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

নাশকতার অভিযোগে  নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি  আটক

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

বিভিন্ন মাদ্রাসায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি পারভেজ আহমেদকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাষাঢ়া  নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, আমাদের কাছে তথ্য রয়েছে বিএনপি নেতা পারভেজ আহমেদ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় গিয়ে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে এনে নাশকতার পরিকল্পনা করছিলেন। এজন্য তাকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।