হাজারীবাগে হচ্ছে আধুনিক কমিউনিটি সেন্টার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৬ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
শত কোটি টাকা ব্যয়ে পুরান ঢাকার হাজারীবাগে আধুনিক সুবিধা সম্পন্ন কমিউনিটি সেন্টার নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
হাজারীবাগের ঐতিহ্যবাহী পার্কের পুরনো কমিউনিটি সেন্টার ভেঙে নির্মাণ করা হবে নতুন এ কমিউনিটি সেন্টার। এরই মধ্যে শুরু হয়েছে জরাজীর্ণ পুরনো ভবনটি ভেঙ্গে ফেলার কাজ।
ষাটের দশকে নির্মিত এ কমিউনিটি সেন্টারটি গত এক যুগ আগেই ঝুঁকিপূর্ণ ভবনে পরিণত হয়েছিল। স্থানীয় এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে এই কমিউনিটি সেন্টারটি আধুনিকায়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।
এ ছাড়া সিটি নির্বাচনের সময়ে জরাজীর্ণ কমিউনিটি সেন্টারটি আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
অবশেষে স্থানীয় এমপি ও মেয়রের চেষ্টায় ১০২ কোটি টাকা ব্যয়ে হাজারীবাগ কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন, হাজারীবাগ পার্কের মাঠ ও গনকটুলির সিটি কলোনির আরো নতুন ছয়টি বহুতল ভবন নির্মাণ কাজ হাতে নেয়া হয়েছে।
এ বিষয়ে ডিএসসিসি হাজারীবাগের কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব ডেইলি বাংলাদেশকে বলেন, এলাকাবাসী দীর্ঘ কয়েক দশক ধরে এ দাবি করে আসছিলেন। অবশেষে এলাকার এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মেয়র সাঈদ খোকনের আন্তরিক চেষ্টায় এটি সম্ভব হচ্ছে।
তিনি জানান, আধুনিক এ কমিউনিটি সেন্টারটিতে থাকবে নাগরিক সুবিধার সর্বাধুনিক ব্যবস্থা। এর মধ্যে ভবনটিতে থাকবে নাগরিক মিলনায়তন রুম, নারী ও পুরুষের জন্য আলাদা শরীরচর্চা কেন্দ্র,পাঠাগার, নির্বাচন কমিশনের অফিসসহ নাগরিকদের সব সেবামূলক প্রতিষ্ঠানগুলোর অফিস। এক কথায় বলা যায়, মেট্রোপলিটন গভর্নমেন্ট সুবিধা।
এ ছাড়া আইটি তথ্য প্রযুক্তি সুবিধার অবাধ ব্যবহারের মাধ্যমে নাগরিকরা এ মিলনায়তন থেকে শুধু বাংলাদেশই নয় বিশ্বের সঙ্গে সংযুক্ত থাকার সুবিধা পাবেন।
তারিকুল ইসলাম আরো বলেন, ঈদের পরই এ প্রকল্পের কাজগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। ঢাকার নাগরিকরাই প্রথম সর্বাধুনিক এ বহুতল মিলনায়তন ব্যবহারের সুযোগ পাবেন বলে আশা করছি।