অস্ত্রের লাইসেন্সধারী সন্ত্রাসী কিনা তা খতিয়ে দেখা হবেঃএসপি হারুণ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৪ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
বৈধ অস্ত্রের লাইসেন্স প্রাপ্তদের তালিকায় কোন সন্ত্রাসী আছে কিনা তা তদন্ত করতে তালিকা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের কাছে পাঠানো হবে এমন সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এছাড়া যারা অস্ত্রের লাইসেন্স নিয়েছেন তারা কি কাজে সেই অস্ত্র ব্যবহার করছেন তাও খতিয়ে দেখা হবে। এমনকি চাঁদাবাজি, মাদক ব্যবসা কিংবা সন্ত্রাসী কর্মকান্ডে সেসব বৈধ অস্ত্র ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এসপির কাছে তালিকা দেয়া হচ্ছে।
রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিয়া। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
কয়েকটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা সভায় প্রশ্ন তোলা হয় অতীতে ওয়াসার পানি নিয়ে নানা অভিযোগ তুললেও কর্ণপাত করা হয়নি। তবে এখন কি করে ওয়াসার পানি ভালো হচ্ছে। সভায় ওয়াসাকে মনিটরিং এর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী কয়েকদিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
সভায় রমজানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পরীক্ষা কি করে নেয়া হচ্ছে এমন প্রশ্ন তুললে এব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়া রমজানে নগরবাসীকে স্বস্তি দিতে ফুটপাত হকারমুক্ত ও যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। নগরীসহ বেশ কয়েকটি জায়গায় কমিউনিটি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত গৃহিত হয়। এব্যাপারে বেশি বেশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সুপারিশ করা হয়।
আইনশৃঙ্খলা সভায় আরো সিদ্ধান্ত গৃহিত হয় রাতে যেসকল নৌযান শীতলক্ষ্যা নদীতে চলাচল করে সেগুলোতে চাঁদাবাজি বন্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার। এছাড়া নতুন কোর্ট এলাকার আশেপাশের বস্তিতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযানের ব্যাপারেও সুপারিশ করা হয়।
সভায় নারায়ণগঞ্জ -৬২ এর এসপিপি এস এম হাবিব ইবনে জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, মোহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, র্যাব- ১১’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।