আমের জুস, আমই নেই : কারখানা সিলগালা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০২ এএম, ১৩ মে ২০১৯ সোমবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল উত্তরপাড়ায় ‘নকল’ আমের জুস তৈরী কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-১১ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমান আদালত। ওই কারখানার নাম সাদিয়া ফুড এন্ড বেভারেজ কেমিক্যাল ইন্ড্রাষ্ট্রিজ।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় এবং কারখানায় কর্মরত চারজনকে পৃথক ৭ দিনের কারাদন্ড ও ২০ লাখ টাকার নকল জুস ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজমুল আলম (৩৫), ক্যামিস্ট রাজন হোসেন শিকদার (২২), মোঃ বিল্লাল হোসেন (২৭) এবং এনায়েত হোসেন (৩৪)। রোববার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে রোববার রাতে র্যাব-১১’র সিপিএসসি’র কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্টানটি বেশি লাভের জন্য এই নকল জুস উৎপাদন করে বাজারে ছাড়ছে। ১৫ প্রকার ক্যামিকেলের সমন্বয়ে আম ছাড়াই এই নকল জুস তৈরি করা হচ্ছে। এর মধ্যে সব থেকে ক্ষতিকারক ক্যামিকেল হচ্ছে সোডিয়াম বেনজয়েড। যা কিনা মানব দেহের যকৃতকে একটা সময় বিকল করে দেয়। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি এসব নকল জুস প্রতিনিয়ত বাজারে সরবরাহ করে আসছিলো।