শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নৌকায় ভোট চাওয়ায় বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চাওয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ।

সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে বিএনপির দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য ফতুল্লা থানা বিএনপির এক নম্বর সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটিতে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনি সভায় যোগ দিয়ে ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও কতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম ওরফে সেন্টু চেয়ারম্যান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানকে সমর্থন জানান এবং তার পক্ষে নৌকায় ভোট চান। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। বিএনপির নেতাকর্মীরা তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।