সোনারগাঁওয়ে পিইসিতে পাসের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)তে পাসের হার ৯৯দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২ শত ৭৫ জন শিক্ষার্থী।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস জানান, সোনারগাঁও উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)তে এ বছর ৭ হাজার ৫ শত ১১ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৯৯.৭৭%। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২ শত ৭৫ জন।
জিপিএ-৫ এ বালকদের চেয়ে বালিকা এগিয়ে রয়েছে। বালক জিপিএ-৫ পেয়ে ৪৯১ জন এবং বালিকা জিপিএ-৫ পেয়েছে ৭৮৪ জন। সবচেয়ে বেশী জিপিএ-৫ পেয়েছে ভট্টপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫৫ জন।