সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বন্দরে আগুন নেভাতে গিয়ে ৩জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জ বন্দরের ধামগড়ে অগ্নিদগ্ধ গয়ে ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক খুটির অংশ ভেঙ্গে তারের স্পার্কে অগ্নিকান্ডে ২টি তুলার গুদামে আগুন লেগে যায়। 

.এ সময় আগুন নেভাতে গিয়ে ৩ জন দগ্ধ হয়। আহতদের মদনপুর আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো আনোয়ার হোসেন আনু (৪০), কাইয়ূম (৩৫) ও রাশেদ (৩০)। 

 

বন্দর ফায়ার সার্ভিসের ২টি উইনিট ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গুদামের মালিক হাজী আমজাদ হোসেন জানান, তার মালিকাধীন পদ্মা ট্রেডার্সের তুলা তৈরীর কাঁচামাল ও ফোম রাখা ছিল। পল্লী বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পূন্ন বৈদ্যতিক খুটির কাঠের অংশ ভেঙ্গে গিয়ে তারে স্পার্ক হয়ে আগুন লেগে তার ২০ থেকে ২৫ লাখ টাকার মাল পুড়ে যায়। 

এ সময় বিকট শব্দে এলাকায় আর্তক ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে তার ৩ কর্মচারী অগ্নিদগ্ধ হয়। সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ ব্যপারে মদনপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম দেলোয়ার হোসেন খান জানান, আল্লাহর রহমতে বড় ধরনের বিপর্যয় হতে রক্ষা পেয়েছি। আর অকেঁজো খুটি বার কাঠের অংশ গুলি পরিবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খুটির কাজ দ্রুত শেষ করে বিদ্যুত সরবরাহ নিশ্চিত করব। 

 

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, গুদামে ফোম থাকায় আগুনে ফোম গলে লাভায় পরিণত হয়ে যাওয়ায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হয়েছে। তবে আমরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি।