ঢাবির টিএসসি যেন তারুণ্যের হাট
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। নিস্তব্ধতা ঘনিয়ে আসার বিপরীতে শুধুই কোলাহল। এ কোলাহল পাখিদের নয়, তারুণ্যের।
প্রতিদিন বিকেল এবং সন্ধ্যায় এখানে তারুণ্যের হাট বসে। অনেকে গোল হয়ে বসে গানের আড্ডা দেয় আর সেখান থেকে ভেসে আসে গানের সুমধুর ধ্বণি। ‘মধু হই হই বিষ হাওয়াইলা.....’ অথবা ‘দে দে পাল তুলে দে.....’ ইত্যাদি গান। অন্যদিকে কেউ বা বসে জমিয়ে ফেলে প্রেমের খুনসুটি। তাদের কাছে এ যেন প্রেমের চিরোচেনা ডেরা। এসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির প্রতিদিনের চিত্র।
কথা হলো টিএসসিতে আড্ডারত নাজমুস সাকিব নামের মার্কেটিং ডিপার্টমেন্টের এক শিক্ষার্থীর সাথে। তিনি বলেন, টিএসসি আমার কাছে এক আবেগের নাম। ঢাবিতে পড়ার সুযোগ না হলে টিএসসি হয়তো আমার কাছে স্বপ্নই থেকে যেত। প্রতি সন্ধ্যায় টিএসসিতে বন্ধুদের সাথে আড্ডা না দিলে রাতে তার পড়ায় মন বসে না বলে তিনি জানান। এক প্রেমিক যুগল এই প্রতিবেদককে বলেন, এখানে এলে তাদের প্রেম সজিব হয়ে উঠে, তখন মনও ভালো থাকে। এ জন্য প্রতিদিন তারা বিকেলে টিএসসিতে আড্ডা দিতে আসেন।
টিএসসিতে শুধু প্রেম আর গানের আড্ডাই হয় না, আড্ডা হয় সংগঠন, রাজনীতি , সাহিত্য, অর্থনীতি, দেশ এবং দেশের বাইরের সমসাময়িক হালচাল নিয়ে।
প্রকৃতির নিয়মে দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায় কিন্তু ঢাবির চিরযৌবনা টিএসসি তার সবুজ উঠোন সর্বদা মেলে ধরে থাকে তরুণদের জন্য।