তরুণদের ভোট হবে উন্নয়নের পক্ষে : গোলাম দস্তগীর গাজী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
যুদ্ধাপরাধীদের নয়, তরুণদের ভোট হবে উন্নয়নের পক্ষে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের ভুলতা বাজারে নির্বাচনী গণসংযোগকালে তিনি একথা বলেন। গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এজন্য বিএনপির লোকজন দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে। অন্যদিকে যুদ্ধাপরাধীদের নয় তরুণদের ভোট হবে উন্নয়নের পক্ষে।
ডিজিটাল তরুণরা জানে কাকে ভোট দিতে হবে। আওয়ামী লীগকে ভোট দিলে বেকারত্বের সমস্যা দূর হবে। তাই যুদ্ধাপরাধীদেরকে কখনও তরুণ ভোটাররা সাপোর্ট করবে না। তরুণদের ভোট হবে উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে।’ আওয়ামী লীগ কখনও ওয়াদা বরখেলাপ করে না উল্লেখ করে তিনি বলেন, ‘যে ওয়াদা দেয় তার সবকিছু গুনে গুনে পালন করে। আমরা মানুষের জন্য কাজ করি।
বিএনপির মতো পকেট ভারী করার জন্য কাজ করি না। আওয়ামী লীগ চায় উন্নয়ন। আর এই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প অন্য কিছু নেই। তাই ৩০ তারিখ সারাদিন গণতন্ত্র ও উন্নয়নকে ত্বরান্বিত করতে নৌকায় ভোট দিন।’ এসময় ভুলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাত্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলী আকবর, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু তপন কুমার ঘোষসহ প্রমুখ উপস্থিত ছিলেন।