শুভশ্রীর ‘ভুল’ ইংরেজি বলা ভিডিও ভাইরাল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১৭ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি দম্পতি যে দুবাই সফরে বেশ খোশ মেজাজে কাটিয়েছেন তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। সেখানে তারা তাদের কাটানো কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ভক্তকূলের সঙ্গে ভাগাভাগিও করে নিয়েছেন আনন্দঘন কিছু মুহূর্ত। তবে এসব নতুন খবর নয়। নতুন খবর হলো- ওই সফরে তারা স্কাই ডাইভিং এ যাওয়ার আগে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে ভুল ইংরেজি বলতে শোনা যায় শুভশ্রীর। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। এরপর আর কী? এখন সমালোচনা শুনতে হচ্ছে তাকে।
‘ইংরেজি বলতে পারেন না যখন বলতে যান কেন?’-এমন প্রশ্নের সম্মুখীন হলেন টালিগঞ্জের সুপারহিট নায়িকা। এই নিয়েই যথেষ্ট ট্রল হলেন সামাজিক যোগযোগের মাধ্যমেও।
স্কাই ডাইভ করার আগে ওই ভিডিওতে নিজের প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তার কাছে এই অভিজ্ঞতাটি কতটা স্পেশ্যাল সেটাই তিনি ইংরেজিতে বলেছিলেন। যার পর থেকেই রীতিমত ঝড় উঠেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
একটি লাইনে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আই উইল গোয়িং টু লিভ মাই ড্রিম।’ সঙ্গে সঙ্গে তার ভুল ধরে মন্তব্য করতে শুরু করল নেটিজেনরা। ভুল ধরিয়ে তারা কমেন্ট করেছে, ‘আই উইল গোয়িং টু’ হয় না ‘আই অ্যাম গোইং টু’ হয়। এ ভুলের ওপর ভিত্তি করে একের পর এক সমালোচকদের আগমন হতে থাকে শুভশ্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
তারা এও লিখেছেন, ইংরেজি না বলতে পারাটা লজ্জার বিষয় নয়, কিন্তু বাংলা জেনেও ভুল ইংরেজি বলাটা লজ্জার। ইংরেজি জানেন না তো বলবেন না, বাংলায় বলুন। তবে ভুল ভাষার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই।
কারো মতে, ‘ইংরেজি না জানায় কেউ ছোট বা বড় হয়ে যায় না। নিজের মাতৃভাষায় কথা বললে অবশ্যই গর্বের বিষয়। এখানে ভুলের কিছু নেই। সেটাই করুন যেটা আপনার দ্বারা সম্ভব। ইংরেজি ও বাংলা এতে কখনই কারো মাহাত্ম্যের পরিচয় পাওয়া যায় না।’