এক ফ্রেমে দুই কিংবদন্তী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৮ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার
নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। একজন বলিউডের আরেকজন টলিউডের। ভারতীয় চলচ্চিত্র জগতের এই দুই কিংবদন্তীকে এবার দেখা যাবে এক ফ্রেমে। তার দুজন অভিনয় করছেন ‘দেবতার গ্রাস’ ছবিতে। এরইমধ্যে শৈবাল মিত্রর পরিচালনায় কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে।
জেরোম লরেন্স ও রবার্ট ই লিয়ের লেখা নাটক ‘ইনহেরিট দ্য উইন্ড’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রায় দেড় বছর ধরে চলেছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। এতে ১৯৬০-এর নাটককে সমসময়ের প্রেক্ষাপটে তুলে ধরছেন পরিচালক। গল্পে সাম্প্রদায়িকতার ছোঁয়াও রয়েছে।
এ প্রসঙ্গে শৈবাল মিত্র বলেন, এখনকার ভারতবর্ষের প্রেক্ষাপটে চিত্রনাট্য তৈরি করেছি। সামাজিক-রাজনৈতিক পরিবেশগত দিক দিয়ে দেখলে সবটাই ভীষণ বিবর্ণ এখন। হিঙ্গলগঞ্জ নামে এক ছোট্ট শহরের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প। সেখানের খ্রিস্টান ধর্মাবলম্বী আদিবাসী সম্প্রদায়কে নিয়ে মূল কাহিনি। সেই এলাকায় কুণাল জোসেফ নামে বিজ্ঞানের এক অধ্যাপকের চরিত্র ঘিরে আবর্তিত হয়েছে পুরো কাহিনি। বিজ্ঞানমনস্ক কুণাল জোসেফ বাইবেল পড়াতে কুন্ঠা বোধ করেন। তবে কলেজের নিয়মানুযায়ী, বাইবেল পড়ানোটা বাধ্যতামূলক। এই টানাপোড়েনের উপর ভিত্তি করে এগিয়েছে ‘দেবতার গ্রাস’ ছবির গল্প।
ছবিতে নাসিরুদ্দিন শাহ এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা যাবে দুই ডাকসাইটে উকিলের ভূমিকায়। একে অপরের ভাল বন্ধু। তবে, বসন্ত কুমার (সৌমিত্র চট্টোপাধ্যায়) এবং অ্যান্থোনকে (নাসিরুদ্দিন শাহ) সম্মুখ সমর পরিস্থিতিতে পড়তে হয় কুণাল জোসেফের মামলা নিয়ে।
এই দুই কিংবদন্তী অভিনেতা ছাড়াও ‘দেবতার গ্রাস’-এ অভিনয় করছেন শ্রমন চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, পার্থপ্রতিম মজুমদার, শুভ্রজিৎ দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়দের। আর ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার।