রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

একবার চার্জে চলবে ২০ দিন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ মে ২০১৯ মঙ্গলবার

একবার চার্জ দিলে টানা ২০ দিন চলবে নতুন স্মার্টওয়াচ ‘লেনেভো ইগো’। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে ব্লু-টুথের মাধ্যমে কাজ করবে এটি।

লেনেভো জানিয়েছে, নতুন এ স্মার্ট ওয়াচটিতে ফিটনেস, হার্ট রেট ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং ও স্লিপ মনিটরিংয়ের মতো ফিচারও মিলবে। পাশাপাশি কল, মেসেজ, ই-মেইল ও সোস্যাল মিডিয়া নোটিফিকেশন পাওয়া যাবে। নতুন ওয়াচটি ৫০ মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্ট।

স্মার্ট ওয়াচটিতে আরো থাকবে ১.৬ ইঞ্চি অ্যান্টি গ্লেয়ার মনোক্রোম ডিসপ্লে। অন্ধকারে এ ডিসপ্লে দেখার জন্য থাকছে লাইট বাটন। অ্যালার্ম ও ইনলাকিং কলের জন্য রয়েছে ভাইব্রেটিং অ্যালার্ট। এছাড়া মোবাইল ফোনে ছবি তোলার সময় এ ডিভাইসকে রিমোট ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে।