সিলেটে ১২ মাদক সেবীর কারাদণ্ড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
সিলেটে র্যাব-৯ এর বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২ মাদক সেবীকে বৃহস্পতিবার কারাদণ্ড, মাদকদ্রব্য জব্দ করেছে।
সাজাপ্রাপ্ত মাদক সেবীরা হলো ঢাকা ধামরাই এলাকার মো. সৈয়দ আলীর ছেলে মো. সাগর। তাকে ১০ দিনের কারাদন্ড দেওয়া হয়।
বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর ভদ্রগাছা এলাকার আব্দুর রহিমের ছেলে মো. বিল্লাল হোসেন। তাকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সিলেটের বিয়ানীবাজার, টিকরপাড়া এলাকার আব্দুল মুকিতের ছেলে মো. জামিল আহমেদ। তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাদীপুর এলাকার মো.আস্তফা মিয়ার ছেলে মো. সুমন আহমেদ। তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী এলাকার অনীল পালের ছেলে কৃষ্ণ পাল। তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা শিমপুর এলাকার নুরুল হকের ছেলে মনসুর আলম। তাকে ১৫ দিনের কারাদণাড দেওয়া হয়।
কুমিল্লা জেলার বরুরা, বাদশাবাজার এলাকার শফিক মিয়ার ছেলে মো. জাকির হোসেন। তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মৌলভীবাজার সদর উপজেলার কাউফলা এলাকার মো. রবিয়া মিয়ার ছেলে মো. শিবলু মিয়া। তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সিলেট শাহপরান, ইসলামপুর এলাকার গুলজার মিয়ার ছেলে মো. বাবলু মিয়া। তাকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ দত্তপাড়া এলাকার মো. ইসলাম মিয়ার ছেলে মো. মতিউর রহমান। তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বাহ্মণবাড়িয়া সদর উপজেলার আলী মিয়ার ছেলে ওসমান। তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, লক্ষীরপাড় এলাকার মো. কুরুম উদ্দিন এর ছেলে মো. রাসেল। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
র্যাব-৯ এর অতিরিক্ত এসপি মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, র্যাব-৯ সদস্যরা এসএমপি’র বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। বুধবার রাত র্যাব-৯ এর সিপিসি-১ এর একটি দল সিনিয়র এএসপি পিযুষ চন্দ্র দাস এর নেতৃতে আভিযান চালায়। এতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া সমন্বয় করেন। এসএমপি’র কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা হয়। অভিযানে ২৭ গ্রাম গাঁজা, ১ লিটার দেশী মদসহ ১২ জন মাদক সেবীকে আটক করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদেরকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।