সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
সশস্ত্র বাহিনীর সম্মিলিত ইফতার অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালে অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবসরপ্রাপ্ত), সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে মন্ত্রী সশস্ত্র বাহিনীর সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা এবং উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে ইফতারে শরিক হন। উপস্থিত সবাই দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা কামনা করে ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ ইফতার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, এমপিসহ উর্ধ্বতন অসামরিক ও সামরিক কর্মকর্তারা।