মান্নার ‘অপমানের বদলা’র কারণে বাধার মুখে ‘বেগম জান’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
প্রয়াত চিত্রনায়ক মান্না অভিনীত সিনেমা ‘অপমানের বদলা’ কারণে এবার সেন্সর বোর্ডে জমা দেয়ার আগেই বাধার মুখে পড়েছে আরেক সিনেমা ‘বেগম জান’। ছবি দুটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। মান্না মারা যাওয়ায় ছবির কাজ বন্ধ হয়ে যায়। এফডিসি কর্তৃপক্ষের কাছে সেই ছবির বকেয়া প্রায় আট লাখ টাকা। এই টাকা পরিশোধ না করলে ‘বেগম জান’ সেন্সরে জমা দেয়ার অনুমতি দেবে না এফডিসি কর্তৃপক্ষ।
এ বিষয়ে মোহাম্মদ আসলাম বলেন, আমরা ‘বেগম জান’ চলচ্চিত্রের সব কাজ শেষ করেছি। আগামী সপ্তাহে আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। গতকাল এফডিসি কর্তৃপক্ষ থেকে অনুমতি আনতে গেলে ‘অপমানের বদলা’ ছবির বকেয়া প্রায় আট লাখ পরিশোধ করতে বলা হয়।
তিনি বলেন, মান্না মারা যাওয়ার পর ‘অপমানের বদলা’ ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। এই ছবির প্রায় নব্বই ভাগ শুটিং আমি শেষ করেছিলাম। সেই ছবিতে এক কোটি টাকার বেশি খরচ হয়েছে। বিষয়গুলো লিখিতভাবে এফডিসি কর্তৃপক্ষকে জানাব। আশা করি, তারা আমার বিষয়টি বুঝতে পেরে ‘বেগম জান’ চলচ্চিত্রটি সেন্সরে পাঠানোর জন্য সহযোগিতা করবেন।
আসলাম আরো বলেন, এফডিসি কর্তৃপক্ষ যদি আমার পাশে না দাঁড়ায় তবে আমি নতুন করে ‘অপমানের বদলা’ ছবির কাজ শেষ করবো। এফডিসিতে আমার ছবির নেগেটিভ জমা দেয়া আছে। সেগুলো নিয়ে বাকি কাজ শুরু করবো। তবে এফডিসিকে এই নেগেটিভ থেকে ডিজিটালে নিয়ে আসার জন্য সব ধরনের সহযোগিতা করতে হবে।
‘অপমানের বদলা’ ছবিতে নায়ক মান্নার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী। আর ‘বেগম জান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন ইমন-শিরিন শিলা, সাইফ খান-অরিন।