রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ইন্টার্নদের মাসে সাত লক্ষ টাকা বেতন দেয় ফেসবুক!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৬ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

আমেরিকায় ইন্টার্নদের সর্বাধিক বেতন দেওয়ার নজির স্থাপন করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি শিক্ষানবীশদেরই যা বেতন দিয়েছে তাতে চক্ষু চড়গগাছ স্থায়ী কর্মীদের। চলতি বছরে ফেসবুক-এর তরফে আমেরিকায় শিক্ষানবীশদের ৮০০০ ডলার বেতন দেওয়া হয়েছে। যা বাংলাদেশি প্রায় সাত লক্ষ টাকার সমপরিমান।

 গ্লাসডোর নামক একটি সংস্থার সার্ভের মারফত এমনই তথ্য উঠে এসেছে। এর আগে এমনতর নজির দেখিয়েছিল Amazon এবং Salesforce। তবে এই দুই সংস্থার কেউই ফেসবুক-কে টপকে যেতে পারল না। Amazon এর তরফে বেতন দেওয়া হয়েছিল ৭.৭২৫ ডলার অর্থাৎ যা বাংলাদেশি প্রায় ছয় লক্ষ টাকার কিছুটা কম-বেশি। 

আর Salesforce- এর তরফে ৭,৬৬৭ ডলার বেতন দেওয়া হয়েছিল তাঁদের কর্মীদের, যা বাংলাদেশি প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি। তবে আমেরিকায় সর্বপ্রথম সব থেকে বেশি বেতন দেওয়ার নজির গড়েছিল Google। ৭,৫০০ ডলার বেতন দিত তাঁরা অর্থাৎ সারে সাত লক্ষ টাকার কিছুটা কম-বেশি।