রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ফিরছে ফেসবুকে বন্ধ হয়ে যাওয়া গ্রুপগুলো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার

কয়েকদিন আগে হঠাৎ করেই বন্ধ হয়েছিলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের অনেক গ্রুপ। এমন ঘটনার পরে গ্রুপের এডমিনরা ফেসবুককে অভিযোগ করলে তাড়াতাড়ি এমন সমস্যা সমাধানে মরিয়া হয়ে ওঠে সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। আর এর ফলস্বরুপ গ্রুপগুলো আবারো ফিরে পেতে চলেছেন এডমিনরা।

তবে টেরোরিস্টদের ছবি আপলোডের ব্যাপারে গ্রুপ নিস্ক্রিয় হয়ে যাওয়া সেটা এখনো সংস্কার করেনি ফেসবুক কর্তৃপক্ষ। তাই ফেরত আসা গ্রুপগুলো ফেসবুকের পূর্ণ সংস্করণ না হওয়া পর্যন্ত আর্কাইভ করে রাখতেই গ্রুপ এডমিনদের অনুরোধ করছে ক্রাইম রিচার্স অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ)। আর সেসব গ্রুপে এডমিন থাকার কারণে যাদের অ্যাকাউন্ট নিস্ক্রিয় হয়েছিল সেগুলোও আপিল করার পর ফেরত দিচ্ছে ফেসবুক।

বন্ধ হয়ে যাওয়া দেশের শীর্ষ ফেসবুক গ্রুপ- কোটা সংস্কার চাই, এভারগ্রীন বাংলাদশ, বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস, আপওয়ার্ক বাংলাদেশ, সার্চ ইংলিশ, আওয়ার এভারগ্রীন বাংলাদেশ, ভাইরাল গ্রুপ বাংলাদেশ, ভয়েস অব রাইটস, প্রবাসী বাংলাদেশ, সোনার বাংলা, সবুজ শাড়ি লাল টিপ, ছেলে ভিএস মেয়ে, আমাদের খুলনা- ওয়ার্ল্ড ইন বাংলাদেশ, উই আর বাংলাদেশ, ক্রিকেটখোর, ইনফিনিটি অব এন্টারটেইনমেন্ট গ্রুপগুলোর মধ্যে অনেকগুলোই আবার ফেরত এসেছে।

তবে যেসব কারণে ফেসবুকের এই গ্রুপগুলো নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল ঠিক একই কারণে গ্রুপের এডমিনদের ফেসবুক ডিজেবল হয়ে যাওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। আর এমন নীতিমালা এখনো পুরোপুরি সংস্কার করেনি ফেসবুক।

তবে এমন অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃপ্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি। ফেসবুক জানায় গ্রুপ বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হলো ‘বাগ’। তবে এসব কিছুর খুব দ্রুত সমাধানের চেষ্টা করছে এবং ব্যবহারকারীরা যাতে আরো সহজে গ্রুপগুলো ব্যবহার করতে পারে সেজন্য কাজও করছে তারা। আর এমনটাই নিজেরদের টুইটারে পোস্ট করে জানিয়েছে ফেসবুক।