‘থর’ খ্যাত অভিনেতা আইজ্যাক ক্যাপ্পির আত্মহত্যা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৯ এএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
আত্মহত্যা করলেন ব্লকবাস্টার হলিউডি ছবি ‘থর’ এর অভিনেতা আইজ্যাক ক্যাপ্পি। অ্যারিজোনার ফ্ল্যাগস্টাফ অঞ্চলে ফ্লাইওভার থেকে হাইওয়েতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৪২ বছরের এই অভিনেতা।
বেশ কয়েকটি হিট ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ক্যাপ্পিকে। থর ছবিতে পেট স্টোরের কর্মী হিসেবে তাকে দেখা গিয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টার্মিনেটর স্যালভেশন’ ছবিতে বারবারোসা চরিত্রে তিনি রূপদান করেন। ওই বছরই ‘ফ্যানবয়েজ’ ছবিতে তাকে গারফাঙ্কেল চরিত্রে দেখা যায়।
এছাড়া ‘মনস্টার পজ’ ব্যান্ডের নিয়মিত সদস্য ছিলেন ক্যাপ্পি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, যে মানুষের কিছু হারানোর নেই কারণ তার রক্ষা করার মতো কিছু নেই, তার থেকে সাবধান।
তিনি আরো লেখেন, গত সপ্তাহে আত্মপর্যালোচনা করে জানতে পারি, যদিও তা বহু বছর আগেই করা উচিত ছিল, নিজের চরিত্র সম্পর্কে নিরেট সত্যি বহু তথ্য আবিষ্কার করেছি। আমার অজ্ঞানতার জন্য এই আত্মপর্যালোচনায় অনেক দেরি হয়ে গেল। দেখুন, নিজেকে খুব ভালো মানুষ ভাবতাম। কিন্তু আমি মোটেও তত ভালো নই। সারাজীবন আমি যথেষ্ট খারাপ মানুষ হিসেবেই বেঁচেছি।