শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরিয়াল কিলার জয়া!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান গেল দুই সপ্তাহ ধরে কলকাতায় অবস্থান করছেন। সেখানে সদ্য মুক্তি পাওয়া কণ্ঠ সিনেমার প্রচারের জন্য রয়েছেন। ছবিটি মুক্তির সপ্তাহ খানেকের মাথায় আরো একটি নতুন খবর দিলেন এই অভিনেত্রী। তা হচ্ছে- প্রথমবারের মতো ‘ত্রৈলোক্য’ নামের ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জয়া। এটি বাংলা ভাষার পাশাপাশি নির্মাণ করবেন অরিন্দম শীল। আর এতে জয়াকে দেখা যাবে একজন সিরিয়াল কিলারের চরিত্রে। 

এই ওয়েব সিরিজের বিষয়ে জয়া বলেন, ভারতে আমার প্রথম ছবি ‘আবর্ত’ নির্মাণ করেছিলেন অরিন্দম শীল। নির্মাতা হিসেবেও এটি তার প্রথম ছবি ছিল। এবার তার প্রথম ওয়েব সিরিজের থাকছি আমি। আবার এটাই আমার প্রথম ওয়েব সিরিজ! এই কাজটির জন্য চূড়ান্ত হয়ে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করছি। 

এদিকে অরিন্দম শীল ভারতীয় গনমাধ্যমে জানান, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের ‘দারোগার দপ্তর’ বইয়ে প্রথম ত্রৈলোক্য তারিণীর রেফারেন্স পান তিনি। তারপর তাকে নিয়ে জানার আগ্রহ বাড়ে। ১৮০০ শতকের মাঝামাঝি এই মহিলা সিরিয়াল কিলারের বর্ণময় এবং রহস্যময় জীবন বিস্ময়কর। দীর্ঘদিন ধরে তাকে নিয়ে গবেষণা হয়েছে। বলা হয়ে থাকে, ত্রৈলোক্য ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার। তার সামাজিক অবস্থান, হত্যালীলা, আত্মগোপন এবং কলকাতা থেকে বেনারস পর্যন্ত যে যাত্রা, সবই থাকবে এই সিরিজে।

জ্যোতি প্রোডাকশন প্রযোজিত এই ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন শর্বরী ঘোষাল ও পদ্মনাভ দাশগুপ্ত। জয়া আহসান ছাড়াও গোয়েন্দা প্রিয়নাথের চরিত্রে টোটা রায় চৌধুরী আর জয়ার বিপরীতে কালী বাবুর চরিত্রের জন্য বলিউডের একজন অভিনেতাকে ভাবা হচ্ছে বলে জানা গেছে।