শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নতুন স্বপ্ন ও সংকল্পে সার্ফিং নিয়ে নির্মিত ছবির পোস্টার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৫ এএম, ১৮ মে ২০১৯ শনিবার

নতুন স্বপ্ন ও নতুন সংকল্প নিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার পর্দায় উঠে আসবে সার্ফিংয়ের গল্প। সার্ফিং নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির ইংরেজি নাম ‘ডেয়ার টু সার্ফ’। তানিম রহমান অংশুর পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মডেল সুনেরা বিনতে কামাল। এই ছবি নিয়ে বেশ আগ্রহী চলচ্চিত্রানুরাগীরা। সেই আগ্রহর পালে এবার হাওয়া দিলো ছবিটির পোস্টার। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম ছড়িয়ে পড়ে ছবিটির পোস্টার।

যেখানে দেখা গেছে, সুনেরা বিনতে কামালকে। সাগর পাড়ে খালি পায়ে হেঁটে এগিয়ে আসছেন তিনি। তার হাতে সার্ফ। মেয়েটির পরনে লাল বেনারসি শাড়ি। পুরোপুরি বিয়ের সাজে সেজেছেন। তার চোখে মুখে এক ধরনের আকাঙ্ক্ষা ফুঁটে উঠেছে।

পোস্টারটির বিষয়ে নির্মাতা রহমান অংশু ডেইলি বাংলাদেশকে বলেন,  যে পোস্টারটি আজ ছড়িয়ে পড়েছে এটা অফিসিয়াল পোস্টার না, এটা মূলত ফেস্টিভাল পোস্টার। বাংলাদেশে রিলিজের পোস্টার এটা না। দেশের বাহিরের কোনো ফেস্টিভালে যদি কোনো ছবি অংশ নিতে চায় সেক্ষেত্রে ছবির পোস্টার, ওয়েবসাইট ও ফেসবুক পেইজ দেখাতে হয়। সে লক্ষেই এই পোস্টারটি ‘সার্ফ’ ছবির ওয়েবসাইটে দেয়া হয়। কেউ হয়তো সেখান থেকে নিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেয়ার পর দর্শকদের মাঝে ছড়িয়ে পড়েছে। 

তিনি আরো বলেন,  এই পোস্টারে মূলত নারী মুক্তির পক্ষে ইঙ্গিত দেয়া হয়েছে। মূল পোস্টারেও এটা রাখা হবে। কারণ মূল পোস্টারটি অনেকগুলো ছবির সমন্বয়ে তৈরি করা হবে। সেটা আমরা ঈদের পরে প্রকাশ করবো। 

ছবিটির শুটিং ও লোকেশনের বিষয়ে এই নির্মাতা জানান, এরই মধ্যে ছবিটির শুটিং সম্পূর্ণ হয়েছে। এডিটিং প্যানেলের কাজও শেষ। এই ছবির শুটিং করা হয়েছে কক্সবাজার, সেন্টমার্টিন, টেফনাফ ও ঢাকার বিভিন্ন লোকেশনে।

যেহেতু ছবিটির শুটিং এডিটিং অংশের কাজ শেষ সেক্ষেত্রে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে বলা যায়। তবে কবে নাগাদ মুক্তি পাবে, সে বিষয়ে অংশু বলেন, এই মুহূর্তে মুক্তির তারিখটা বলতে পারছি না। বাংলাদেশের জন্যও পোস্টার, টিজার তৈরি করা হচ্ছে। ঈদের পর অফিসিয়াল পোস্টার ও বাংলা নামটিও ঘোষণা দেয়া হবে। এর পরেই বলতে পারবো কবে নাগাদ ছবিটি মুক্তি দেয়া হবে। তবে চলতি বছরের আগস্ট অথবা সেপ্টেম্বরের দিকেই মুক্তি দেয়ার সম্ভাবনা বেশি।  

ছবিটির গল্প, চিত্রনাট্য ও প্রযোজনার বিষয়ে এই নির্মাতা জানান, ‘ডেয়ার টু সার্ফ’ ছবিটির গল্প লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। যার কলমে উঠে এসেছে ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ চলচ্চিত্রের মতো গল্প। ছবিটির চিত্রনাট্য আমি এবং শ্যামল সেনগুপ্ত মিলেই করেছি। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এই ছবিটির মূল ভাবনায় রয়েছে মাহবুব রহমান।