উপমার ‘সবার আগে মা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৪ এএম, ১৮ মে ২০১৯ শনিবার
পৃথিবীর সব মায়েদের প্রতি সম্মান দেখিয়ে ‘সবার আগে মা’ শিরনামের একটি গান নিয়ে হাজির হলেন এই সময়ের কণ্ঠশিল্পী শারমীন সুলতানা উপমা। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর করেছেন নাজির মাহমুদ। গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। গানের ভিডিওতে মায়ের ভূমিকায় উপস্থিত হয়েছেন উপমার মা নিজেই।
গানটি নিয়ে উপমা বলেন, পৃথিবীর সকল মা-ই তার সন্তানের কাছে শ্রেষ্ঠ। তেমনি আমার কাছে আমার মা সেরা। মায়ের উৎসাহ এবং অনুপ্রেরণাতেই এই গানটি করেছি। গানটি গাইতে গিয়ে মা শব্দটিকে আরো গভীরভাবে উপলব্ধি করেছি। আশাকরি সব মা এবং তাদের সন্তানদের কাছে গানটি ভালো লাগবে।
গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, মায়ের সঙ্গে আমার সম্পর্কের কথা বলে শেষ করতে পারবো না। মাকে নিয়ে লেখা আমার প্রথম গান এটিই। গানটির মাধ্যমে গান-সন্তানের সম্পর্ক এবং ভালোবাসার কথাটি তুলে ধরার চেষ্টা করেছি।
উপমা জানান, সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘সবার আগে মা’ গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে।