বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ফতুল্লায় ছুরিকাঘাতে বিকাশ কর্মী হত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৮) নামে বিকাশ কর্মী মারা গেছেন। ১০ ডিসেম্বর সোমবার দিনগত রাতে ফতুল্লার পশ্চিম রসুলপুর এলাকায় নিহতের বাড়ির কাছে এঘটনা ঘটে।

সাইফুল ইসলাম স্বপরিবারে ফতুল্লার পশ্চিম রসুলপুর ওয়াসারপাড় সংলগ্ন বাতেন মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া।

নিহতের বাবা আবুল কাশেম জানান, দোকান ভাড়া নিয়ে বিকাশে টাকা আদান প্রদানের ব্যবসা করে সাইফুল। সোমবার মধ্যরাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা সাইফুলকে ছুরিকাঘাত করে। এসময় সে চিৎকার করে বাড়ির গেইটের সামনে এসে অচেতন হয়ে পড়ে। তখন বাসা থেকে সকলে বেরিয়ে এসে দেখি সাইফুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সাইফুলে পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি আরো জানান, আমার ছেলের সঙ্গে কারো বিরোধ নেই। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।