বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

মহাসড়কে ডাকাতি রুখতে পুলিশের বিভিন্ন পদক্ষেপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১৮ মে ২০১৯ শনিবার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রুখতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে পুলিশ। শুক্রবার সোনারগাঁওয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কের পাশের বিভিন্ন স্থানে গভীর ঝোপঝাড় পরিষ্কার করতে দেখা যায় পুলিশকে। এতে অংশ নেয় সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় মানুষও।
 
সোনারগাঁও থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে ঈদকে কেন্দ্র করে ডাকাতদল সক্রিয় হয়ে উঠতে পারে। রাতের আধারে তারা বিভিন্ন যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। 

এসব ঝোঁপঝাড়ে লুকিয়ে থেকে ডাকাতির প্রস্তুতি নেয় ও ডাকাতির পরে আবার এসব ঝোপঝাড়ে লুকিয়ে পরে। তাই মহাসড়কের পাশের এসব ঝোপঝাড়গুলো পরিষ্কার করা হচ্ছে।
 
তিনি আরো জানান, এ ছাড়াও মহাসড়কে সার্বক্ষণিক টহলে পুলিশ থাকবে । ডাকাতি, চুরি ছিনতাইসহ দূর্ঘটনা রোধেও কাজ করছে পুলিশও। আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কের যানজট রুখতে সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ।