রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২০ এএম, ১৯ মে ২০১৯ রোববার
মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী সিনেটর লিউ চিন টং- এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির ও মালয়েশিয়ার ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেছেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের আমন্ত্রণে গত ১৪ মে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে এসেছেন।
আইএসপিআর জানায়, মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী রুহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় ক্যাম্পের বাসিন্দা, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন এনজিও এর সঙ্গে মত বিনিময় করেন। এ সময় ক্যাম্পের বাসিন্দাদের পক্ষে কমিউনিটি নেতারা অবিলম্বে নিজ ভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া, তারা মালয়েশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রীর কাছে আশিয়ান দেশগুলোর প্রচেষ্টায় এ মানবিক বিপর্যয়ের দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানান।
এ সময় উপমন্ত্রী বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
উপমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনায় সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন। এ ছাড়া মালয়েশিয়ার ফিল্ড হাসপাতালের সুষ্ঠু পরিচালনার বিষয়ে বিশেষভাবে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এর আগে, ১৫ মে প্রতিনিধি দল মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন। একই দিন প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন অফিসে মত বিনিময় করে। আজ তাদের নিজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।