শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১ ১৪৩১   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে মুক্তির মিছিলে ‘গোয়েন্দাগিরি’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৯ মে ২০১৯ রোববার

আসন্ন ঈদ-উল-ফিতরে মুক্তির সাম্ভাব্য তালিকায় যুক্ত হলো নাসিম সাহনিক পরিচালিত ‘গোয়েন্দাগিরি’ সিনেমাটি। এর আগে মুক্তির ঘোষণা এসেছে মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’, সাকিব সনেট অ্যান্ড টিম পরিচালিত ‘নোলক’, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’। এছাড়াও কলকাতার রাজ চক্রবর্তী পরিচালিত ‘শেষ থেকে শুরু’ ছবটিও রয়েছে মুক্তির তালিকায়, তবে এই তালিকা এখনো চূড়ান্ত নয়।

শুক্রবার বিএফডিসিতে এক সংবাদ সংম্মেলনের মাধ্যমে ‘গোয়েন্দাগিরি মুক্তি দেয়ার বিষয়টি জানানো হয়। নির্মাতা নাসিম সাহনিক বলেন, প্রতিকূলতাকে অতিক্রম করে ‘গোয়েন্দাগিরি’ নির্মাণ করা হয়েছে।এটি শখের গোয়েন্দাদের কাহিনি। সময় নিয়ে এই চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ করেছি। তারপর ধীরে ধীরে এগিয়ে চলেছে নির্মাণ প্রক্রিয়া। শুটিং-এ ব্যবহার করা হয়েছে বৈচিত্র্যময় লোকেশন। সম্প্রতি চলচ্চিত্রটি আনকাট ছাড়পত্র পেয়েছে।

ছবির গল্পে দেখা যাবে, একদল টিনএজ ছেলেমেয়ে ছুটিতে বেড়াতে যাচ্ছে। তাদের একটি বিশেষ পরিচয় হচ্ছে তারা স্বপ্ন দেখে যে, ভবিষ্যতে বড় গোয়েন্দা হবে। তাদের কারো আইডল শার্লক হোমস, কারো ফেলুদা, তিন গোয়েন্দা। কারো আবার প্রিয় জেমস বন্ড। তাদের অভিযান শুরু হয় যখন মিডিয়াতে একটি পুরনো ভুতুড়ে বাড়ি নিয়ে হইচই পরে যায়। বনের মধ্যে অবস্থিত বাড়িটি নাকি অভিশপ্ত। অভিশপ্ত এই বাড়ির রহস্য উন্মোচনে ঝাঁপিয়ে পড়ে এই শখের গোয়েন্দারা।

‘গোয়েন্দাগিরি’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা কল্যাণ কোরাইয়া, মিম চৌধুরী, সীমান্ত আহমেদ, শম্পা হাসনাইন, কচি খন্দকার, তারেক মাহমুদ, টুটুল চৌধুরী, শিখা খান, তানিয়া বৃষ্টি, প্রিন্স প্রমুখ।