কানের লালগালিচায় গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪৯ এএম, ২০ মে ২০১৯ সোমবার
চলছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ৭২ তম কান চলচ্চিত্রের উৎসব। এই উৎসবে একদিকে লালগালিচায় মাতাচ্ছেন তারকারা, অন্যদিকে চলছে চলচ্চিত্র প্রদর্শন। তবে সাংস্কৃতিক এ ময়দানে বন্ধ নেই রাজনীতি চর্চা। উৎসবের উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন উৎসবের প্রধান বিচারক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন তিনি।
এবার কানের লাল গালিচায় গর্ভপাত আইনকে আরো কঠোর করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন অধিকার কর্মীরা। তারা ব্যানার নিয়ে লালগালিচায় হেঁটেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে গর্ভপাত আইনকে কঠোর করা হয়েছে আবার কোথাও এটিকে নিষিদ্ধও করা হয়েছে। তারই প্রতিবাদে শনিবার ৬০ জন নারী ও অধিকারকর্মী জড়ো হন কানের লালগালিচায়।
তারা আর্জেন্টিনার নির্মাতা জুয়ান সোলানাসের 'লেট ইট বি ল' প্রামাণ্যচিত্র প্রদর্শনের আগে বিক্ষোভ প্রদর্শন করেন। এ প্রামাণ্যচিত্রটিকে গর্ভপাত নিয়ে নির্মিত হয়েছে। আর্জেন্টিনাতে গর্ভপাতকে বৈধ করতে আইন পাশের বিষয়েও আন্দোলন চলছে।
এর আগে গর্ভপাত আইনের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেন মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো। তিনি জর্জিয়ায় নতুন গর্ভপাত আইনের বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক দেন। মহিলারা তাদের নিজের দেহের ওপর আইনি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা গর্ভবতী হওয়ার ঝুঁকি নিতে পারে না। সোশ্যাল মিডিয়াতে এক টুইট বার্তার মাধ্যমে এমনটিই জানান মিলানো। এরপর থেকেই এই আইনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠে। টুইটারে চালু হয়েছে ‘হ্যাশ ট্যাগ সেক্স স্টাইক’।