কেবিনে স্থানান্তর করা হচ্ছে এটিএম শামসুজ্জামানকে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
দীর্ঘ ২৩ দিন আইসিইউতে রাখার পর রোববার কেবিনে স্থানান্তর করা হচ্ছে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে। সোমবার বিকেলে ডেইলি বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী রুনি জামান।
রুনি জামান বলেন, উনার (এটিএম শাসুজ্জামান) শরীর এখন অনেকটাই ভালো। তিনি স্বাভাবিকভাবে সবার সঙ্গে কথা বলছেন। স্বাভাবিক খাবার খাচ্ছেন, সবাইকে চিনতেও পারছেন। ডাক্তার আজ (রোববার) তাকে কেবিনে দিবেন। সবার কাছে দোয়া চাচ্ছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরেন।
এর আগে, গত ২৬ এপ্রিল, রাতে অসুস্থ বোধ করায় এ টি এম শামসুজ্জামানকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হঠাৎ করেই তার রেচন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেয়। গত ২৭ এপ্রিল তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিন্তু ৩০ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর পর সুস্থ অনুভব করলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়। কিন্তু পুনরায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।
প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্রে আগমন ১৯৬৫ সালে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। কর্মজীবনে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।