শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘জঙ্গিবাদ মুক্ত অর্থনৈতিক উন্নয়ন চায় সরকার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২০ মে ২০১৯ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ থেকে মুক্ত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন চায় সরকার। 

সোমবার সকালে গণভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিদের কোনো দেশ নেই, ধর্ম নেই। কোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে, তারও আহ্বান জানান তিনি। বলেন, দেশে সবাই যার যার ধর্ম সম্মানের সঙ্গে পালন করছে। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ১১ জুন জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে এবং ১৩ জুন আগামী অর্থবছরের বাজেট পেশ করা হবে। এর আগে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের  সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।