খালিদ হোসেনের শারীরিক অবস্থার অবনতি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
একুশে পদক প্রাপ্ত নজরুল সংঙ্গীত শিল্পী খালিদ হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ৯ নম্বর কেবিনে চিকিৎসাধীন। সোমবার জানা গেছে, তার অবস্থার অবনতি হয়েছে, তেমন সাড়া দিচ্ছেন না।
খালিদ হোসেনের ছেলে আসিফ হোসেন বলেন, চিকিৎসকেরা যে কোন কিছুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন। তবে আমরা হাল ছাড়ছি না, তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। এর আগে একাধিকবার বাবার খুব খারাপ অবস্থা হয়েছিল এবং চিকিৎসকেরা আমাদের একই কথা বলেছিলেন। তারপরও বাবা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এবারো আমরা তেমনটাই আশা করছি।
আসিফ হোসেন বলেন, বাবাকে চিকিৎসা দেয়ার জন্য ৪ মে ভর্তি করা হয়েছে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা বাবাকে আর ছাড়েননি। চিকিৎসকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, বাবার অবস্থা এখন একেবারই খারাপ। তার জন্য সবার কাছে দোয়া চাই, ববাব যেন আবার মাঝে ফিরে আসে।
প্রসঙ্গত, এখন পর্যন্ত খালিদ হোসেনের ছয়টি নজরুল সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া আধুনিক গানের একটি ও ইসলামি গানের ১২টি অ্যালবাম প্রকাশ পেয়েছে গুণী এই শিল্পীর। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে একুশে পদক পান খালিদ হোসেন। এছাড়া পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ আরো অসংখ্য পুরস্কার ও সম্মাননা।